চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল দশটায় উপজেলার চিওড়া ইউনিয়নের সাকছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন; নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ফাতেমা ইয়াসমিন ও চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস। দুই ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফেরদাউস।
পাশের বাড়ির হোসেন মিয়া জানান, মোঃ দাউদের মেয়ে ফাতেমা ইয়াসমিন ও আব্দুল কাদেরের মেয়ে জান্নাতুল ফেরদাউস বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল দশটায় গোসল করতে পুকুর ঘাটে দেখতে পায়। কিছুক্ষণ পরে আবার এসে দেখি তারা পুকুর ঘাটে নেই। বাড়ির লোকজনকে জিজ্ঞাস করি এই দুই জন গোসল করে বাড়িতে ফিরছে কিনা, বলার সাথে সাথে পুকুরের পানিতে বুত বুত শব্দ দেখতে পাই । সাথে সাথে আমি পানিতে নেমে দুজন কে উদ্ধার করি। বাড়ির স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা জানান, হাসপাতালে আনার আগেই দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফেরদৌস বলেন, বিদ্যালয়ের দুই শিফটে ক্লাস চলমান রয়েছে। এই দুই শিক্ষার্থী ২য় শিফটে বিদ্যালয়ে আসার জন্য গোসল করে প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেলাম দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত হয়েছি।
কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল দশটায় উপজেলার চিওড়া ইউনিয়নের সাকছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন; নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী ফাতেমা ইয়াসমিন ও চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদাউস। দুই ছাত্রীর মৃত্যুর সংবাদ পেয়ে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফেরদাউস।
পাশের বাড়ির হোসেন মিয়া জানান, মোঃ দাউদের মেয়ে ফাতেমা ইয়াসমিন ও আব্দুল কাদেরের মেয়ে জান্নাতুল ফেরদাউস বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল দশটায় গোসল করতে পুকুর ঘাটে দেখতে পায়। কিছুক্ষণ পরে আবার এসে দেখি তারা পুকুর ঘাটে নেই। বাড়ির লোকজনকে জিজ্ঞাস করি এই দুই জন গোসল করে বাড়িতে ফিরছে কিনা, বলার সাথে সাথে পুকুরের পানিতে বুত বুত শব্দ দেখতে পাই । সাথে সাথে আমি পানিতে নেমে দুজন কে উদ্ধার করি। বাড়ির স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা জানান, হাসপাতালে আনার আগেই দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফেরদৌস বলেন, বিদ্যালয়ের দুই শিফটে ক্লাস চলমান রয়েছে। এই দুই শিক্ষার্থী ২য় শিফটে বিদ্যালয়ে আসার জন্য গোসল করে প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেলাম দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত হয়েছি।