নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বাদ জোহর কান্দিরপাড় কেন্দ্রীয় যাবে মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাদুল বারি আবু,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম, সদস্য সচিব রায়হান আহমেদ, মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডিপি জসীমউদ্দীন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়ছার, সহ জেলা ও মহানগর বিএনপি,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
হাজী আমিনুর রশিদী ইয়াসিন বলেন, এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দলের স্থায়ী কমিটির সভায়ও এই বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একটি জনবহুল এলাকায় কীভাবে একটি প্রশিক্ষণ বিমান পরিচালিত হলো—তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী সাধারণ মানুষ অংশ নেন।
মিলাদ শেষে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বাদ জোহর কান্দিরপাড় কেন্দ্রীয় যাবে মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাদুল বারি আবু,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম, সদস্য সচিব রায়হান আহমেদ, মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডিপি জসীমউদ্দীন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়ছার, সহ জেলা ও মহানগর বিএনপি,অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
হাজী আমিনুর রশিদী ইয়াসিন বলেন, এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দলের স্থায়ী কমিটির সভায়ও এই বিষয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একটি জনবহুল এলাকায় কীভাবে একটি প্রশিক্ষণ বিমান পরিচালিত হলো—তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী সাধারণ মানুষ অংশ নেন।
মিলাদ শেষে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।