আগামীকাল রোববার ১৮তম জন্মদিন পালন করবেন লামিনে ইয়ামাল। এই উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কিন্তু খুশি নন ফুটবলারের মা।
আমার শহর স্পোর্টস ডেস্ক
আগামীকাল রোববার ১৮তম জন্মদিন পালন করবেন লামিনে ইয়ামাল। বয়স ১৭ পেরোনোর আগেই যাঁর নামের পাশে লেখা হয়ে গেছে অনেক কীর্তিগাথা, তাঁর ১৮তম জন্মদিনটা যে একটু বিশেষ হবে, তা তো জানা কথাই। ইয়ামাল নিজেও এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চান। যে কারণে বেশ জাঁকজমকভাবেই জন্মদিন আয়োজনের প্রস্তুতি নিয়েছেন।
ইয়ামালের জন্মদিনের পার্টি বড়সড় হওয়ার কথা জানা গেলেও বিস্তারিত আয়োজন কেমন হবে, তা গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। বার্সা তারকা নাকি চান না, তাঁর জন্মদিন আয়োজনের খবর সামনে আসুক।
এমনকি পুরো আয়োজন গোপন রাখার স্বার্থে জন্মদিনের অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ছবি তোলার অনুমতি না দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলে মুঠোফোন নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, শুরুতে ইয়ামালের জন্মদিন আয়োজনের স্থান হিসেবে ইবিজার কথা শোনা যাচ্ছিল। কিন্তু এখন সেটি বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি বার্সেলোনায় বা সমুদ্রের কোথাও অনুষ্ঠিত হবে।
ইয়ামালের জন্মদিন আয়োজনের খবর সামনে আসার পর থেকে সম্ভাব্য অতিথি কারা হবেন, তা নিয়েও শুরু হয়ে গেছে জল্পনাকল্পনা। এই আয়োজনে ইনফ্লুয়েন্সার, স্ট্রিমার, সংগীতশিল্পী এবং ইয়ামালের সতীর্থরা উপস্থিত থাকবেন।
উল্লেখযোগ্য তারকাদের মধ্যে বিজার্যাপ, ডুকি, ওজুনা এবং ব্যাড জ্যাল উপস্থিত থাকতে পারে বলে জানা গেছে। পার্টি নিয়ে বিশদ কিছু জানা না গেলেও এরই মধ্যে এই আয়োজন বেশ কৌতূহলের জন্ম দিয়েছেন। তবে মার্কা জানিয়েছে, এভাবে জন্মদিন উদ্যাপন নিয়ে খুশি নন ইয়ামালের মা।
আগামীকাল সাড়ম্বরে জন্মদিন উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হলেও কিছুদিন ধরেই ইয়ামাল অবশ্য উৎসবুউদ্দীপনার মধ্যেই ছিলেন ইয়ামাল। বার্সেলোনা ক্লাব বিশ্বকাপে না থাকায় মাঝে সময়টাতে দারুণভাবে অবকাশ যাপন করেছেন। সময় কাটিয়েছেন সিসিলি, ইবিজা, মারবেলা, ব্রাজিল এবং সাংহাইয়ে।
এর মধ্যে ব্রাজিলে গিয়ে তিনি নেইমারের বাসায় আতিথ্যও নিয়েছিলেন। তবে স্প্যানিশ উইঙ্গারের এই উৎসবমুখর দিনযাপন আগামীকাল জন্মদিনের পার্টির মধ্য দিয়ে শেষ হবে। কারণ, পার্টির সঙ্গে যে শেষ হবে ইয়ামালের ছুটিও। অনুষ্ঠান শেষেই তাই তাঁকে দলের সঙ্গে যোগ দিতে হবে এবং প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষাুনিরীক্ষা সম্পন্ন করতে হবে। এরপর ১৪ জুলাই সোমবার হ্যান্সি ফ্লিকের অনুশীলনে যোগ দেবেন ইয়ামাল।
আগামীকাল রোববার ১৮তম জন্মদিন পালন করবেন লামিনে ইয়ামাল। বয়স ১৭ পেরোনোর আগেই যাঁর নামের পাশে লেখা হয়ে গেছে অনেক কীর্তিগাথা, তাঁর ১৮তম জন্মদিনটা যে একটু বিশেষ হবে, তা তো জানা কথাই। ইয়ামাল নিজেও এই জন্মদিনকে স্মরণীয় করে রাখতে চান। যে কারণে বেশ জাঁকজমকভাবেই জন্মদিন আয়োজনের প্রস্তুতি নিয়েছেন।
ইয়ামালের জন্মদিনের পার্টি বড়সড় হওয়ার কথা জানা গেলেও বিস্তারিত আয়োজন কেমন হবে, তা গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। বার্সা তারকা নাকি চান না, তাঁর জন্মদিন আয়োজনের খবর সামনে আসুক।
এমনকি পুরো আয়োজন গোপন রাখার স্বার্থে জন্মদিনের অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ছবি তোলার অনুমতি না দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থলে মুঠোফোন নিয়ে প্রবেশও নিষিদ্ধ করা হতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, শুরুতে ইয়ামালের জন্মদিন আয়োজনের স্থান হিসেবে ইবিজার কথা শোনা যাচ্ছিল। কিন্তু এখন সেটি বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি বার্সেলোনায় বা সমুদ্রের কোথাও অনুষ্ঠিত হবে।
ইয়ামালের জন্মদিন আয়োজনের খবর সামনে আসার পর থেকে সম্ভাব্য অতিথি কারা হবেন, তা নিয়েও শুরু হয়ে গেছে জল্পনাকল্পনা। এই আয়োজনে ইনফ্লুয়েন্সার, স্ট্রিমার, সংগীতশিল্পী এবং ইয়ামালের সতীর্থরা উপস্থিত থাকবেন।
উল্লেখযোগ্য তারকাদের মধ্যে বিজার্যাপ, ডুকি, ওজুনা এবং ব্যাড জ্যাল উপস্থিত থাকতে পারে বলে জানা গেছে। পার্টি নিয়ে বিশদ কিছু জানা না গেলেও এরই মধ্যে এই আয়োজন বেশ কৌতূহলের জন্ম দিয়েছেন। তবে মার্কা জানিয়েছে, এভাবে জন্মদিন উদ্যাপন নিয়ে খুশি নন ইয়ামালের মা।
আগামীকাল সাড়ম্বরে জন্মদিন উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হলেও কিছুদিন ধরেই ইয়ামাল অবশ্য উৎসবুউদ্দীপনার মধ্যেই ছিলেন ইয়ামাল। বার্সেলোনা ক্লাব বিশ্বকাপে না থাকায় মাঝে সময়টাতে দারুণভাবে অবকাশ যাপন করেছেন। সময় কাটিয়েছেন সিসিলি, ইবিজা, মারবেলা, ব্রাজিল এবং সাংহাইয়ে।
এর মধ্যে ব্রাজিলে গিয়ে তিনি নেইমারের বাসায় আতিথ্যও নিয়েছিলেন। তবে স্প্যানিশ উইঙ্গারের এই উৎসবমুখর দিনযাপন আগামীকাল জন্মদিনের পার্টির মধ্য দিয়ে শেষ হবে। কারণ, পার্টির সঙ্গে যে শেষ হবে ইয়ামালের ছুটিও। অনুষ্ঠান শেষেই তাই তাঁকে দলের সঙ্গে যোগ দিতে হবে এবং প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষাুনিরীক্ষা সম্পন্ন করতে হবে। এরপর ১৪ জুলাই সোমবার হ্যান্সি ফ্লিকের অনুশীলনে যোগ দেবেন ইয়ামাল।