আমার শহর ডেস্ক
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। তিনি জানান, সব দলকেই ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিনের সময় দিয়ে চিঠি দেওয়া হচ্ছে।
প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি। বাকি দলগুলোকেও পর্যায়ক্রমে চিঠি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোকে তাদের আবেদনপত্রের ঘাটতি ও ত্রুটিগুলো পূরণ করতে বলা হবে।
ইসি সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোর কাছে আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। তবে আবেদনপ্রত্যাশী দলগুলোর অনুরোধে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত সুযোগ দেওয়া হয়। এই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র, সদস্য সংখ্যা, জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম, নির্বাচন অংশগ্রহণের ইতিহাসসহ একাধিক শর্ত পূরণের প্রয়োজন হয়।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়াটি এখন ইসির একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। তিনি জানান, সব দলকেই ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিনের সময় দিয়ে চিঠি দেওয়া হচ্ছে।
প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে বলে জানান তিনি। বাকি দলগুলোকেও পর্যায়ক্রমে চিঠি দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোকে তাদের আবেদনপত্রের ঘাটতি ও ত্রুটিগুলো পূরণ করতে বলা হবে।
ইসি সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোর কাছে আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। তবে আবেদনপ্রত্যাশী দলগুলোর অনুরোধে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত সুযোগ দেওয়া হয়। এই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।
নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র, সদস্য সংখ্যা, জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম, নির্বাচন অংশগ্রহণের ইতিহাসসহ একাধিক শর্ত পূরণের প্রয়োজন হয়।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের প্রক্রিয়াটি এখন ইসির একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশে জাতীয় নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, আওয়ামী লীগ প্রশ্নে ইসির অবস্থান, নির্বাচনের প্রস্তুতি নতুন রাজনৈতিক দল এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
৩ দিন আগেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগে সংস্কার-বিচার পরে নির্বাচন-গণতন্ত্র এমন কথা আজকে অন্তর্বিকালীন সরকারের কাছে শুনতে চাইনা।
৪ দিন আগে