গাছ লাগানোর পর থেকে শিকড় গজানো পর্যন্ত নিয়মিত পানি সেচ অপরিহার্য। নতুন শিকড় মাটিতে না গজানো পর্যন্ত মাটি থেকে গ্রহনের কোন ব্যবস্থা না থাকায় এসময়ে পানি সেচ না দিলে লাগানো গাছ মারা যেত পারে। জুলাই-আগস্ট বাংলাদেশে সর্বাধিক বৃষ্টিপাতের সময় তাই এইসময় চারা গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। এই সময়ে বৃষ্টিপাত বেশি হয় এবং তাপমাত্রা গাছের বৃদ্ধির জন্য সহায়ক থাকে। তবে, সঠিক পদ্ধতি অনুসরণ করে বছরের যেকোনো সময় চারা রোপণ করা যেতে পারে।
বর্ষাকাল, বিশেষ করে জুন, জুলাই এবং আগস্ট মাস চারা গাছ লাগানোর জন্য সেরা সময়। এই সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত এবং অনুকূল তাপমাত্রা থাকে, যা চারা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। তবে, সঠিক যত্ন নিলে এবং উপযুক্ত স্থান নির্বাচন করলে বছরের যেকোনো সময় চারা রোপণ করা যেতে পারে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, চারা রোপণের জন্য এমন স্থান নির্বাচন করা যেখানে পর্যাপ্ত সূর্যালোক, বাতাস চলাচল এবং নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে। এছাড়া, চারা রোপণের আগে মাটির গুণাগুণ পরীক্ষা করা এবং প্রয়োজনীয় সার ব্যবহার করা উচিত। সঠিক পদ্ধতি অনুসরণ করে চারা রোপণ করলে, তা দ্রুত বৃদ্ধি পাবে এবং সুস্থভাবে বেড়ে উঠবে।
মোসলেহ উদ্দিন সেলিম: উপ সহকারী কৃষি অফিসার লালমাই,কুমিল্লা ও সাংগঠনিক সম্পাদক
ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন,বাংলাদেশ কুমিল্লা