হোম > শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ১৮: ১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ( অতিরিক্ত দায়িত্ব) ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন সন্ধ্যায় আমার শহর পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ইউনিটে ৩২ হাজার ৬৫৭ জন ভর্তি পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে গত ১৯ এপ্রিল বিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২১ হাজার ৯৯৪ জন। এ ইউনিটে পাসের হার ৩৪ দশমিক শূন্য ৪। সর্বোচ্চ নম্বর উঠেছে ওএমআরে ৭৭।

এদিকে ১৯ এপ্রিল সকাল ১০ টায় সি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে ৯ হাজার ৯৫২ জনের মধ্যে ৭ হাজার ৬৪৬ জন অংশ নেয়। পাসের হার ৬৯ দশমিক ৭৫। সর্বোচ্চ নম্বর উঠেছে ৮৮। ভর্তি পরীক্ষার ফল বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আগামী ২৫ এপ্রিল বিকেল চারটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এ বছর কুমিল্লা বিশ^বিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়। গুচ্ছ থেকে বেরিয়ে তারা এবার ভর্তি পরীক্ষার আয়োজন করে। ভালোমানের শিক্ষার্থী পেতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বৈদ্যুতিক গোলযোগ না থাকলে আরও আগে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করা হতো। এরপরেও ভর্তি পরীক্ষার দুইদিন পর ফল ঘোষণা করা হল।

অধ্যক্ষের বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগে এবার উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের মানববন্ধন, ঘৃণা সমাবেশ

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা

অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু আগামীকাল

অভ্যন্তরীণ সড়ক নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ

সেকশন