নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শহরতলির চিরচেনা গ্রাম বলরামপুর। জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে এই গ্রামের অবস্থান। কুমিল্লা- কোটবাড়ি সড়কের পাশে এই গ্রামের অবস্থান। র্যামন ম্যাগসাইসাই বিজয়ী সমবায়ী মো. ইয়াছিনের নামেও এই গ্রামের পরিচিতি আছে। বলরামপুর গ্রাম হলেও এই গ্রামের পরিচিতি দিদার নাম। এই গ্রামের ছেলেরা গত পাঁচ বছর ধরে আয়োজন করে আসছে দিদার প্রিমিয়াম লিগ। এবার ষষ্ঠবারের মতো হচ্ছে এই ক্রিকেট খেলা। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল তিনটায় খেলোয়াড়দের নিলাম হয়। ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে ওই নিলাম হয়। এতে ১৬২ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। সাতটি দল ১৩ জন করে খেলোয়াড় নিয়েছে। সর্বোচ্চ খেলোয়াড়ের দাম নিলামে ওঠে ৮ হাজার ১০০ টাকা। মোট ৯১ জন খেলোয়াড় নিলামে ডাক পেয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, ১০ ওভারের খেলা হবে। এতে নয়জন খেলবে। ওপর দিয়ে বল মারলে আউট হবে। শট বাউন্ডারি খেলা । অক্টোবর মাসের শেষ সপ্তাহে খেলা শুরু হবে। শেষ হবে নভেম্বরে। খেলা হবে রাতে। এই খেলায় অন্তত তিন হাজার দর্শক থাকেন। দিদার উচ্চবিদ্যালয় মাঠে খেলা হবে। এই খেলার টাইটেল স্পন্সর এবিএস কেবলস লিমিটেড, কো স্পন্সর কোকাকোলা। মিডিয়া পার্টনার দৈনিক আমার শহর।
নিলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম চপল, বলরামপুর এলাকার বাসিন্দা ও বার্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে বদরুল হুদা জেনু বলেন, নিলামে খেলোয়াড় সংগ্রহ করে দল গঠন করে খেলার নিয়ম ভালো। গ্রামে এই ধরনের আয়োজন মুগ্ধ করেছে।
সাতটি দল হল আবু তাহের মেম্বার ওয়ারিঅরস, আকতার মোটর জায়ান্টস, ডক্টরস সুপার কিংস, ড. আলী লিগ্যাল লায়ন্স, হান্নান কিং রাইডার্স, নর্দান ফ্যালকন্স ও ওয়েস্টার্ন গেইম চ্যালেঞ্জার্স। নিলামে ভিডিও বার্তায় কথা বলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফুল। ৩০ হাজার টাকা করে জমা দিয়ে দলগুলো খেলছে।
কুমিল্লা শহরতলির চিরচেনা গ্রাম বলরামপুর। জেলার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নে এই গ্রামের অবস্থান। কুমিল্লা- কোটবাড়ি সড়কের পাশে এই গ্রামের অবস্থান। র্যামন ম্যাগসাইসাই বিজয়ী সমবায়ী মো. ইয়াছিনের নামেও এই গ্রামের পরিচিতি আছে। বলরামপুর গ্রাম হলেও এই গ্রামের পরিচিতি দিদার নাম। এই গ্রামের ছেলেরা গত পাঁচ বছর ধরে আয়োজন করে আসছে দিদার প্রিমিয়াম লিগ। এবার ষষ্ঠবারের মতো হচ্ছে এই ক্রিকেট খেলা। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল তিনটায় খেলোয়াড়দের নিলাম হয়। ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে ওই নিলাম হয়। এতে ১৬২ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। সাতটি দল ১৩ জন করে খেলোয়াড় নিয়েছে। সর্বোচ্চ খেলোয়াড়ের দাম নিলামে ওঠে ৮ হাজার ১০০ টাকা। মোট ৯১ জন খেলোয়াড় নিলামে ডাক পেয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, ১০ ওভারের খেলা হবে। এতে নয়জন খেলবে। ওপর দিয়ে বল মারলে আউট হবে। শট বাউন্ডারি খেলা । অক্টোবর মাসের শেষ সপ্তাহে খেলা শুরু হবে। শেষ হবে নভেম্বরে। খেলা হবে রাতে। এই খেলায় অন্তত তিন হাজার দর্শক থাকেন। দিদার উচ্চবিদ্যালয় মাঠে খেলা হবে। এই খেলার টাইটেল স্পন্সর এবিএস কেবলস লিমিটেড, কো স্পন্সর কোকাকোলা। মিডিয়া পার্টনার দৈনিক আমার শহর।
নিলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য বদরুল হুদা জেনু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম চপল, বলরামপুর এলাকার বাসিন্দা ও বার্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জাকির হোসেন, আমার শহর সম্পাদক গাজীউল হক সোহাগ ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য খালেদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে বদরুল হুদা জেনু বলেন, নিলামে খেলোয়াড় সংগ্রহ করে দল গঠন করে খেলার নিয়ম ভালো। গ্রামে এই ধরনের আয়োজন মুগ্ধ করেছে।
সাতটি দল হল আবু তাহের মেম্বার ওয়ারিঅরস, আকতার মোটর জায়ান্টস, ডক্টরস সুপার কিংস, ড. আলী লিগ্যাল লায়ন্স, হান্নান কিং রাইডার্স, নর্দান ফ্যালকন্স ও ওয়েস্টার্ন গেইম চ্যালেঞ্জার্স। নিলামে ভিডিও বার্তায় কথা বলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আশরাফুল। ৩০ হাজার টাকা করে জমা দিয়ে দলগুলো খেলছে।