কুমিল্লা শিক্ষাবোর্ড
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসিতে বাংলা প্রথমপত্রে ৮৭ হাজার ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এই দিন পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজন পরীক্ষার্থী বহিস্কার হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লাবোর্ডের অধিভুক্ত কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুর জেলায় একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করে ৮৭ হাজার ২৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৪ হাজার ৮১৫ জন। এর মধ্যে তিনজন বহিস্কার হয়।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের দাবি, বাল্যবিবাহ, বিদেশগামী প্রবণতা ও সিলেবাসের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে প্রায় আড়াই হাজার জন পরীক্ষা দেয়নি। এসএসসিতেও একই অবস্থা ছিল। ফরম পূরণ করে পরীক্ষা দেয়নি কিছু সংখ্যক পরীক্ষার্থী। এটা খুঁজে বের করতে হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি পরীক্ষাকেন্দ্রে কোন ধরনের অনিয়ম বরদাশত করব না।
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৯৯৪ জন। বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষার্থী ছিল ৮৭ হাজার ২৪৩ জন। এবার ৪৫৮ টি কলেজের শিক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এবার কোন ধরনের ভেন্যু কেন্দ্র নেই। আগামী রোববার সকাল ১০ টায় বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে।
কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসিতে বাংলা প্রথমপত্রে ৮৭ হাজার ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এই দিন পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজন পরীক্ষার্থী বহিস্কার হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় কুমিল্লাবোর্ডের অধিভুক্ত কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষীপুর জেলায় একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করে ৮৭ হাজার ২৪৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৪ হাজার ৮১৫ জন। এর মধ্যে তিনজন বহিস্কার হয়।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের দাবি, বাল্যবিবাহ, বিদেশগামী প্রবণতা ও সিলেবাসের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে প্রায় আড়াই হাজার জন পরীক্ষা দেয়নি। এসএসসিতেও একই অবস্থা ছিল। ফরম পূরণ করে পরীক্ষা দেয়নি কিছু সংখ্যক পরীক্ষার্থী। এটা খুঁজে বের করতে হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। আমরা আগেও বলেছি, এখনও বলছি পরীক্ষাকেন্দ্রে কোন ধরনের অনিয়ম বরদাশত করব না।
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৯৯৪ জন। বাংলা প্রথমপত্র বিষয়ে পরীক্ষার্থী ছিল ৮৭ হাজার ২৪৩ জন। এবার ৪৫৮ টি কলেজের শিক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এবার কোন ধরনের ভেন্যু কেন্দ্র নেই। আগামী রোববার সকাল ১০ টায় বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে।