• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর
> শিক্ষা

কুমিল্লা শিক্ষাবোর্ড

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্র যাওয়ার তাগিদ

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৩: ০৯
logo

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্র যাওয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৩: ০৯
Photo

নতুন করে করোনা ভাইরাসের নতুন সংস্করণ আসছে। করোনা আবার বাড়ছে। একই সঙ্গে ডেঙ্গুর চোখ রাঙানিও আছে। এতে প্রাণহাণিও হচ্ছে। এমতাবস্থায় এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। মাক্স পরতে হবে। হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ব্যবহারে বোর্ডেও নির্দেশনা মানতে হবে। পরীক্ষার্থী ও শিক্ষকদের সুস্থ রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৫ পরিচালনা সংক্রান্ত নীতিমালা মেনেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। বুধবার কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (অধ্যক্ষ) নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বেলা একটা পর্যন্ত ওই সভা হয়। এতে দ্বিতীয় দিনে কুমিল্লা ও লক্ষীপুর জেলার ৯৭ টি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা হয় । এর আগে গত মঙ্গলবার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও ফেনী জেলার ৯৬ টি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অধ্যক্ষ অথবা তাঁর প্রতিনিধি) উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। এতে সভাপতিত্ব করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইমাম হোসেন। বক্তব্য রাখেন ঝলম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. এমদাদুল হক ও কুমিল্লা সরকারি সিটি কলেজের অধ্যক্ষের পক্ষে একই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহানুর আলম বক্তব্য রাখেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। ডেঙ্গুও আছে। এই দিকে বিশেষ নজর রাখতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন বলেন, মঙ্গল ও বুধবার সভা করেছি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে। আমরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে বলেছি। চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক স্যারদেও দিকনির্দেশনায় কাজ করছি। আশা করি ভেন্যুকেন্দ্র ছাড়া এবার একটা সুন্দর পরীক্ষা নিতে পারব।

Thumbnail image

নতুন করে করোনা ভাইরাসের নতুন সংস্করণ আসছে। করোনা আবার বাড়ছে। একই সঙ্গে ডেঙ্গুর চোখ রাঙানিও আছে। এতে প্রাণহাণিও হচ্ছে। এমতাবস্থায় এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে। মাক্স পরতে হবে। হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন ব্যবহারে বোর্ডেও নির্দেশনা মানতে হবে। পরীক্ষার্থী ও শিক্ষকদের সুস্থ রাখার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৫ পরিচালনা সংক্রান্ত নীতিমালা মেনেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। বুধবার কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (অধ্যক্ষ) নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বেলা একটা পর্যন্ত ওই সভা হয়। এতে দ্বিতীয় দিনে কুমিল্লা ও লক্ষীপুর জেলার ৯৭ টি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা হয় । এর আগে গত মঙ্গলবার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও ফেনী জেলার ৯৬ টি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অধ্যক্ষ অথবা তাঁর প্রতিনিধি) উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। এতে সভাপতিত্ব করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইমাম হোসেন। বক্তব্য রাখেন ঝলম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. এমদাদুল হক ও কুমিল্লা সরকারি সিটি কলেজের অধ্যক্ষের পক্ষে একই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহানুর আলম বক্তব্য রাখেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। ডেঙ্গুও আছে। এই দিকে বিশেষ নজর রাখতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন বলেন, মঙ্গল ও বুধবার সভা করেছি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে। আমরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে বলেছি। চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক স্যারদেও দিকনির্দেশনায় কাজ করছি। আশা করি ভেন্যুকেন্দ্র ছাড়া এবার একটা সুন্দর পরীক্ষা নিতে পারব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

২

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে মসজিদে অবরুদ্ধ ও সম্মানহানি এবং সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ, ঘৃণা সমাবেশ

৩

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ঘটনায় পুরো শিক্ষক সমাজ হতবাক ও উদ্বিগ্ন

৪

অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন

৫

নেপথ্যে বর্তমান অধ্যক্ষকে সরিয়ে আরেকজনকে অধ্যক্ষ পদে বসাতে ' মব 'সৃষ্টি

সম্পর্কিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার  সম্ভাব্য তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

২ দিন আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের  অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে  মসজিদে অবরুদ্ধ  ও সম্মানহানি এবং সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ,  ঘৃণা সমাবেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে মসজিদে অবরুদ্ধ ও সম্মানহানি এবং সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ, ঘৃণা সমাবেশ

২ দিন আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ঘটনায় পুরো শিক্ষক সমাজ হতবাক ও উদ্বিগ্ন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ঘটনায় পুরো শিক্ষক সমাজ হতবাক ও উদ্বিগ্ন

৩ দিন আগে
অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন

অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন

৩ দিন আগে