আজ থেকে অনলাইনে শুরু, শেষ সময়সীমা ১৭ জুলাই পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফল পুন;নিরীক্ষণের আবেদন আজ শুক্রবার ১১ জুলাই থেকে শুরু হয়েছে। অনলাইনে আগামী ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। প্রতি পত্রের ফি ১৫০ টাকা। প্রতি বিষয় ফি ১৫০ টাকা। নির্ধারিত সময়ের পর কোন ধরনের আবেদন করার সুযোগ নেই। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডসহ সব বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়।
আবেদনের নিয়মাবলি
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: কুমিল্লা শিক্ষাবোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 150000 হলে Message অপশনে গিয়ে RSC Com 150000 101 (বাংলা) লিখে Send করুন 16222 নম্বরে। ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করুন 16222 নম্বরে।
উল্লেখ্য পুন:নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন: বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> Com <Space> Roll Number <Space> 101, 102, 107, 108 লিখতে হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, আবেদন জমা হওয়ার পর আমরা বিষয় ও পত্রভিত্তিক বাছাই করে খাতা পুন;নিরীক্ষণ করব। এরপর ফল ঘোষণা হবে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের এবারের এসএসসি পরীক্ষার ফল পুন;নিরীক্ষণের আবেদন আজ শুক্রবার ১১ জুলাই থেকে শুরু হয়েছে। অনলাইনে আগামী ১৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। প্রতি পত্রের ফি ১৫০ টাকা। প্রতি বিষয় ফি ১৫০ টাকা। নির্ধারিত সময়ের পর কোন ধরনের আবেদন করার সুযোগ নেই। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১০ জুলাই কুমিল্লা শিক্ষাবোর্ডসহ সব বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়।
আবেদনের নিয়মাবলি
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: কুমিল্লা শিক্ষাবোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 150000 হলে Message অপশনে গিয়ে RSC Com 150000 101 (বাংলা) লিখে Send করুন 16222 নম্বরে। ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে Send করুন 16222 নম্বরে।
উল্লেখ্য পুন:নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন: বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> Com <Space> Roll Number <Space> 101, 102, 107, 108 লিখতে হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, আবেদন জমা হওয়ার পর আমরা বিষয় ও পত্রভিত্তিক বাছাই করে খাতা পুন;নিরীক্ষণ করব। এরপর ফল ঘোষণা হবে।