• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর
> শিক্ষা

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১,০১,৯৯৪

আজ সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়ে শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১: ৫০
আপডেট : ২৬ জুন ২০২৫, ১১: ৫৩
logo

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১,০১,৯৯৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১: ৫০
Photo

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে ৫৯ হাজার ৯৫ জনই মেয়ে। মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশি মেয়ে। বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ৪৫৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় কুমিল্লা জেলার ১৭০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী ৭৮ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। বোর্ডের মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী কুমিল্লা জেলার। লক্ষীপুর জেলার ৪৪ টি কলেজের ৯ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী ১৬ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। বোর্ডের মধ্যে সর্বনিম্ন পরীক্ষার্থী লক্ষ্মীপুর জেলার, যা পাঁচ অঙ্কের নিচে।

এদিকে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে কিছু বিষয় যথাযথভাবে অনুসরণ করতে হবে। এগুলো হলো- এইচএসসি পরীক্ষাকেন্দ্রের চারপাশে ২০০ গজ বেষ্টনীর মধ্যে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তি/ব্যক্তিবর্গের চলাচল নিষিদ্ধ করার জন্য ১৪৪ ধারা কঠোরভাবে নিশ্চিত করবে প্রশাসন। শিক্ষামন্ত্রণালয়, শিক্ষাবোর্ড, জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত ব্যক্তি, দায়িত্বরত শিক্ষকমণ্ডলী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ যাতে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বেষ্টনীর মধ্যে অবস্থান করতে না পারে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কেন্দ্রে বহিরাগত, অবাঞ্ছিত লোকের সমাগম ঘটলে অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও শিক্ষাবোর্ডেকে অবহিত করতে হবে। করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন আরও জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, ঘটনা, নকল ও অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ সনের ৪২ নং আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বছর ২৬ জুন পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১০ আগস্ট। ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে।

জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন,‘ পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। আগে বহুনির্বাচনী ( এমসিকিউ) ও পরে সৃজনশীল পরীক্ষা হবে। ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয়কোড সুন্দরভাবে লিখতে হবে।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষায় কোন ধরনের ভেন্যুকেন্দ্র নেই। পরীক্ষাকেন্দ্রে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বিষয় কোড, বিষয়, পত্র ও সেট দেখে প্রশ্ন খুলতে হবে। সবার সহযোগিতা নিয়ে সুন্দর পরীক্ষা চাই।’

Thumbnail image

কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে ৫৯ হাজার ৯৫ জনই মেয়ে। মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশি মেয়ে। বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ৪৫৮ টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ১৯২ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় কুমিল্লা জেলার ১৭০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ হাজার ৫৪৭ জন পরীক্ষার্থী ৭৮ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। বোর্ডের মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী কুমিল্লা জেলার। লক্ষীপুর জেলার ৪৪ টি কলেজের ৯ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী ১৬ টি কেন্দ্রে পরীক্ষা দেবে। বোর্ডের মধ্যে সর্বনিম্ন পরীক্ষার্থী লক্ষ্মীপুর জেলার, যা পাঁচ অঙ্কের নিচে।

এদিকে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে কিছু বিষয় যথাযথভাবে অনুসরণ করতে হবে। এগুলো হলো- এইচএসসি পরীক্ষাকেন্দ্রের চারপাশে ২০০ গজ বেষ্টনীর মধ্যে পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তি/ব্যক্তিবর্গের চলাচল নিষিদ্ধ করার জন্য ১৪৪ ধারা কঠোরভাবে নিশ্চিত করবে প্রশাসন। শিক্ষামন্ত্রণালয়, শিক্ষাবোর্ড, জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক অনুমোদিত ব্যক্তি, দায়িত্বরত শিক্ষকমণ্ডলী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ যাতে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বেষ্টনীর মধ্যে অবস্থান করতে না পারে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কেন্দ্রে বহিরাগত, অবাঞ্ছিত লোকের সমাগম ঘটলে অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও শিক্ষাবোর্ডেকে অবহিত করতে হবে। করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন আরও জানান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, ঘটনা, নকল ও অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ সনের ৪২ নং আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বছর ২৬ জুন পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১০ আগস্ট। ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা হবে।

জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন,‘ পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। আগে বহুনির্বাচনী ( এমসিকিউ) ও পরে সৃজনশীল পরীক্ষা হবে। ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্রে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয়কোড সুন্দরভাবে লিখতে হবে।’

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষায় কোন ধরনের ভেন্যুকেন্দ্র নেই। পরীক্ষাকেন্দ্রে কোন ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। বিষয় কোড, বিষয়, পত্র ও সেট দেখে প্রশ্ন খুলতে হবে। সবার সহযোগিতা নিয়ে সুন্দর পরীক্ষা চাই।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

২

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে মসজিদে অবরুদ্ধ ও সম্মানহানি এবং সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ, ঘৃণা সমাবেশ

৩

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ঘটনায় পুরো শিক্ষক সমাজ হতবাক ও উদ্বিগ্ন

৪

অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন

৫

নেপথ্যে বর্তমান অধ্যক্ষকে সরিয়ে আরেকজনকে অধ্যক্ষ পদে বসাতে ' মব 'সৃষ্টি

সম্পর্কিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার  সম্ভাব্য তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

২ দিন আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের  অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে  মসজিদে অবরুদ্ধ  ও সম্মানহানি এবং সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ,  ঘৃণা সমাবেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে মসজিদে অবরুদ্ধ ও সম্মানহানি এবং সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ, ঘৃণা সমাবেশ

২ দিন আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ঘটনায় পুরো শিক্ষক সমাজ হতবাক ও উদ্বিগ্ন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ঘটনায় পুরো শিক্ষক সমাজ হতবাক ও উদ্বিগ্ন

৩ দিন আগে
অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন

অবরুদ্ধকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক পরিষদের মানববন্ধন

৩ দিন আগে