• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর
> শিক্ষা

বৃহস্পতিবারের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা

সাক্ষাৎকার
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২: ১০
logo

বৃহস্পতিবারের মধ্যে সব বই পাবে শিক্ষার্থীরা

সাক্ষাৎকার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২: ১০
Photo

নতুন বছরের আড়াই মাস শেষ হয়ে গেলেও এখনও সব পাঠ্যবই হাতে পায়নি প্রাথমিক ও মাধ্যমিকর শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে দফায় দফায় প্রতিশ্রুতি দেওয়া হলেও এতদিনেও সব বই পৌঁছেনি শিক্ষার্থীদের হাতে।

সবশেষ গত রবিবার (১৬ মার্চ) সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কিন্তু শেষ দফায় দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি এনসিটিবি।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার (১৮ মার্চ) পর্যন্ত সব বই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পৌঁছায়নি।

তবে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, ‘সব বই ছাপা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবারের (২০ মার্চের) মধ্যে সব বই শিক্ষার্থীদের দেওয়া সম্ভব হবে।’

বাংলাদেশ মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাউসার-উজ-জামান রুবেল বলেন, ‘সব পাঠ্যবই চলে গেছে। কোনও কোনও ক্ষেত্রে প্যাকেটে কম বই যাওয়া কিংবা ছেড়া-ফাটা বের হলে রিপ্লেস করার বিষয় থাকতে পারে। তাছাড়া সব বই মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।’

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুর্বল কিছু প্রিন্টার্স এখনও কিছু বই পাঠাতে সক্ষম হয়নি।

রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম দিন সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিন বই উৎসবও করা হতো সরকারিভাবে। তবে এবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের বই দেওয়া হলেও খরচ বাঁচাতে বই উৎসব করা হবে না। কিন্তু বছরের প্রথম দিন সামান্য কিছু বই শিক্ষার্থীদের দেওয়া হলেও বই না পেয়ে বেশিরভাগ শিক্ষার্থী খালি হাতে বাসায় ফেরে।

শিক্ষার্থীদের জন্য সাজিয়ে রাখা নতুন পাঠ্যবই (ফাইল ছবি)শিক্ষার্থীদের জন্য সাজিয়ে রাখা নতুন পাঠ্যবই (ফাইল ছবি)

এরপর থেকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় পাঠ্যবই দেওয়ার। কিন্তু দফায় দফায় প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে পারেনি এনসিটিবি।

গত ফেব্রুয়ারি মাসে বেশিরভাগ শিক্ষার্থীকে পাঠ্যবই দিতে না পেরে ৪ মার্চ এনসিটিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ১০ মার্চের মধ্যে সব বই দেওয়া হবে।

তারও আগে গত ৯ জানুয়ারি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ‘ক্যাবিনেট মিটিংয়ে পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে বলা হয়েছে, আগামী মাসের মধ্যে সবার হাতে পাঠ্যপুস্তক দেওয়া হবে।’

এরপর ১৩ জানুয়ারি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে।’

১০ মার্চ এনসিটিবির চেয়ারম্যান জানিয়েছিলেন, চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিকে মোট বইয়ের সংখ্যা ৩৯ কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যে সোমবার (১০ মার্চ) পর্যন্ত ছাপা হয়েছে ৩৮ কোটি ৭০ লাখ ৪ হাজারের মতো। প্রাথমিকের ৯ কোটি ১৯ লাখের মতো বইয়ের মধ্যে ছাপা হয়েছে ৯ কোটি ১৮ লাখের বেশি। সরবরাহ করা হয়েছে ৯ কোটি ১৬ লাখের বেশি। আর মাধ্যমিকের (ইবতেদায়ি মাদ্রাসাসহ) প্রায় ৩০ কোটি ৪১ লাখ বইয়ের মধ্যে সোমবার (১০ মার্চ) পর্যন্ত ছাপা হয়েছে ২৯ কোটি ৫১ লাখের বেশি। সরবরাহ হয়েছে ২৭ কোটি ২০ লাখের মতো।

গত সোমবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মুজমদার বলেন, ‘আমদানি করা কাগজ খালাস করতে কিছুটা বিলম্ব হওয়ায় সে বইগুলো ছাপানো সম্ভব হয়নি। তাছাড়া চীনের নববর্ষ ছিল। সে কারণেও এ প্রক্রিয়া কিছুটা বিঘ্নিত হয়েছে।’

Thumbnail image

নতুন বছরের আড়াই মাস শেষ হয়ে গেলেও এখনও সব পাঠ্যবই হাতে পায়নি প্রাথমিক ও মাধ্যমিকর শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে দফায় দফায় প্রতিশ্রুতি দেওয়া হলেও এতদিনেও সব বই পৌঁছেনি শিক্ষার্থীদের হাতে।

সবশেষ গত রবিবার (১৬ মার্চ) সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কিন্তু শেষ দফায় দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি এনসিটিবি।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার (১৮ মার্চ) পর্যন্ত সব বই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পৌঁছায়নি।

তবে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেছেন, ‘সব বই ছাপা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবারের (২০ মার্চের) মধ্যে সব বই শিক্ষার্থীদের দেওয়া সম্ভব হবে।’

বাংলাদেশ মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কাউসার-উজ-জামান রুবেল বলেন, ‘সব পাঠ্যবই চলে গেছে। কোনও কোনও ক্ষেত্রে প্যাকেটে কম বই যাওয়া কিংবা ছেড়া-ফাটা বের হলে রিপ্লেস করার বিষয় থাকতে পারে। তাছাড়া সব বই মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।’

তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুর্বল কিছু প্রিন্টার্স এখনও কিছু বই পাঠাতে সক্ষম হয়নি।

রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম দিন সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিন বই উৎসবও করা হতো সরকারিভাবে। তবে এবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের বই দেওয়া হলেও খরচ বাঁচাতে বই উৎসব করা হবে না। কিন্তু বছরের প্রথম দিন সামান্য কিছু বই শিক্ষার্থীদের দেওয়া হলেও বই না পেয়ে বেশিরভাগ শিক্ষার্থী খালি হাতে বাসায় ফেরে।

শিক্ষার্থীদের জন্য সাজিয়ে রাখা নতুন পাঠ্যবই (ফাইল ছবি)শিক্ষার্থীদের জন্য সাজিয়ে রাখা নতুন পাঠ্যবই (ফাইল ছবি)

এরপর থেকে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় পাঠ্যবই দেওয়ার। কিন্তু দফায় দফায় প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করতে পারেনি এনসিটিবি।

গত ফেব্রুয়ারি মাসে বেশিরভাগ শিক্ষার্থীকে পাঠ্যবই দিতে না পেরে ৪ মার্চ এনসিটিবির পক্ষ থেকে জানানো হয়েছিল ১০ মার্চের মধ্যে সব বই দেওয়া হবে।

তারও আগে গত ৯ জানুয়ারি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, ‘ক্যাবিনেট মিটিংয়ে পাঠ্যপুস্তক নিয়ে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে বলা হয়েছে, আগামী মাসের মধ্যে সবার হাতে পাঠ্যপুস্তক দেওয়া হবে।’

এরপর ১৩ জানুয়ারি শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীরা সব পাঠ্যবই হাতে পাবে।’

১০ মার্চ এনসিটিবির চেয়ারম্যান জানিয়েছিলেন, চলতি বছর প্রাথমিক ও মাধ্যমিকে মোট বইয়ের সংখ্যা ৩৯ কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যে সোমবার (১০ মার্চ) পর্যন্ত ছাপা হয়েছে ৩৮ কোটি ৭০ লাখ ৪ হাজারের মতো। প্রাথমিকের ৯ কোটি ১৯ লাখের মতো বইয়ের মধ্যে ছাপা হয়েছে ৯ কোটি ১৮ লাখের বেশি। সরবরাহ করা হয়েছে ৯ কোটি ১৬ লাখের বেশি। আর মাধ্যমিকের (ইবতেদায়ি মাদ্রাসাসহ) প্রায় ৩০ কোটি ৪১ লাখ বইয়ের মধ্যে সোমবার (১০ মার্চ) পর্যন্ত ছাপা হয়েছে ২৯ কোটি ৫১ লাখের বেশি। সরবরাহ হয়েছে ২৭ কোটি ২০ লাখের মতো।

গত সোমবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মুজমদার বলেন, ‘আমদানি করা কাগজ খালাস করতে কিছুটা বিলম্ব হওয়ায় সে বইগুলো ছাপানো সম্ভব হয়নি। তাছাড়া চীনের নববর্ষ ছিল। সে কারণেও এ প্রক্রিয়া কিছুটা বিঘ্নিত হয়েছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি।

২

একই দিনে হবে এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা

৩

এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

৪

অধ্যক্ষের বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগে এবার উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের মানববন্ধন, ঘৃণা সমাবেশ

৫

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা

সম্পর্কিত

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি।

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি।

৬ ঘণ্টা আগে
একই দিনে হবে এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা

একই দিনে হবে এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা

এইচএসসি ও সমমানের ২২ এবং ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তবে, স্থগিত পরীক্ষা কবে হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

৯ ঘণ্টা আগে
এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

মাইলস্টোনের ঘটনার পর চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হুট করে নেয়া যায় না।

১০ ঘণ্টা আগে
অধ্যক্ষের বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগে এবার উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের মানববন্ধন,  ঘৃণা সমাবেশ

অধ্যক্ষের বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগে এবার উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের মানববন্ধন, ঘৃণা সমাবেশ

৩ দিন আগে