সাক্ষাৎকার
ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও কুমিল্লার সাবেক এসপি বর্তমান সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য জানানো হয়।
রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। এই দুই পুলিশ কর্মকর্তাকে এরইমধ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া পৃথক হত্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। সেহেতু ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। গত ৯ ফেব্রুয়ারি থেকে এ বরখাস্তের আদেশ কার্যকর হবে।
অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি একটি মামলার সাবেক সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন।
সেহেতু, পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন অনুযায়ী বিগত ৯ ফেব্রুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এই দুই কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও কুমিল্লার সাবেক এসপি বর্তমান সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য জানানো হয়।
রবিবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। এই দুই পুলিশ কর্মকর্তাকে এরইমধ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া পৃথক হত্যা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। সেহেতু ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। গত ৯ ফেব্রুয়ারি থেকে এ বরখাস্তের আদেশ কার্যকর হবে।
অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি একটি মামলার সাবেক সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন।
সেহেতু, পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন অনুযায়ী বিগত ৯ ফেব্রুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এই দুই কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।
১০ দিন আগে