নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই ঘোষণা দেন। এই সময়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।
জুলাই গণঅভ্যূত্থানে ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই শীর্ষক অনুষ্ঠান স্মৃতির মিনার নিয়ে এই আয়োজন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই আন্দোলনে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসিকতার পরিচয় দিয়েছে। সেখানে স্মৃতির মিনার হবে। শিক্ষার্থীদের সাহসিকতার বিষয়টি বাংলাদেশে,ও মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই গণঅভ্যূত্থানে আহত এবং শহীদদের স্মরণে নির্মিত জুলাই মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রাখায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই ঘোষণা দেন। এই সময়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।
জুলাই গণঅভ্যূত্থানে ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই শীর্ষক অনুষ্ঠান স্মৃতির মিনার নিয়ে এই আয়োজন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য দেন। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাই আন্দোলনে ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসিকতার পরিচয় দিয়েছে। সেখানে স্মৃতির মিনার হবে। শিক্ষার্থীদের সাহসিকতার বিষয়টি বাংলাদেশে,ও মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই গণঅভ্যূত্থানে আহত এবং শহীদদের স্মরণে নির্মিত জুলাই মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।