• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর
> কুমিল্লা জেলা
> আদর্শ সদর

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর

৩২১ টি ছররা গুলি লাগা মেঘ এসএসসিতে পেয়েছে জিপিএ ৪ দশমিক ৭৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২: ১৭
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১২: ১৯
logo

৩২১ টি ছররা গুলি লাগা মেঘ এসএসসিতে পেয়েছে জিপিএ ৪ দশমিক ৭৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২: ১৭
Photo

কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির নন্দনপুরে গত ১৮ জুলাই দুপুরে অংশ নেয় কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সারাফ সামির মেঘ। কর্মসূচিতে হাজারো শিক্ষার্থীর সঙ্গে মেঘও শ্লোগান দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের জমায়েতে হামলা হয়। টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে মেঘের কোমড়ের ওপরে ৩২১ টা ছররা গুলি লাগে। এর মধ্যে দুইটা গুলি বের করা হয়। ওই সময়ে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়।

মেঘ কে প্রথমে কুমিল্লা জেনারেল ( সদর) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জখম বেশি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই সময়ে তাকে স্যালাইন দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তিনদিন ট্রমা সেন্টারে চিকিৎসা নেয় ওই কিশোর। গুনতে হয় ৩৩ হাজার টাকা। পরে তাকে কুমিল্লার কোটবাড়ির খান বাড়ি এলাকার বাসায় নেওয়া হয়। এখন বাসায় রেখেই তার চিকিৎসা চলছে।

মেঘের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার ( শীলা)। আজ রোববার পড়ন্ত বিকেলে মেঘ কে দেখতে যাই, ওদের বাসায়। ডাইনিং টেবিল পেরিয়ে হাতের ডানে একটি কক্ষ। ওই কক্ষে লুঙ্গি ও গেঞ্জি পরে কাত হয়ে আছে মেঘ। ব্যথায় লুঙ্গি গিটটু দিতে পারছে না মেঘ। কোমড়ের ওপরে বড় ক্ষত। ক্ষতের চারপাশ ঘিরে শত শত ছররা গুলির চিহ্ন। এক্সরে রিপোর্টেও তা দেখা গেছে। এই কক্ষেই কাটে তার সারাদিনমান। ঠিকমতো বসতে পারে না।

জানতে চাইলে ড. কামরুন নাহার শীলা বলেন, ঘটনার দিন আমি বাসায় ছিলাম। দুপুরে মেঘ বলল, আমি পাশেই বন্ধুর বাসায় যাচ্ছি। ঘন্টা দুয়েক পর মেঘ কে ফোন দিলাম, তুমি কই? ও বলল, নন্দনপুরে আন্দোলনে। একটু পরেই আসছি। আবার কিছুক্ষণ পর ফোন দিলাম। বলল, আম্মু আমার পিপাসা পাচ্ছে, পানি খেয়ে চলে আসছি। পরে নানাজনের ফোনে জানতে পারি আমার ছেলে গুলি খেয়েছে। দ্রুত হাসপাতালে যাই। এরপরের ঘটনা তো সবার জানা।

ড. কামরুন নাহার শীলা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িত। অতি কথনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কটাক্ষ করা হয়। শিক্ষার্থীদের সন্ত্রাসী বলা হয়। ওরা ছাত্র। ওরা সন্ত্রাসী হবে কেন? দুঃখ লাগে এমন আজবাজে শব্দ শুনে। আমি চাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা ঘটনার বিচার হোক। নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা খরচ দেওয়া হোক। আমি চালাতে পারছি খরচ, অন্য অনেকে হয়তো চালাতে পারছে না।,'

সারাফ সামির মেঘ বলে, দ্রুত ক্লাসে ফিরতে চাই। কিন্তু এখনও জখম শুকায়নি। রাতে ঘুমাতে পারছি না। অসহ্য যন্ত্রণা। '

একমাত্র সন্তান মেঘ কে ঘিরে ড. কামরুন নাহার শীলার পুরো পৃথিবী। তিনি তাঁর ছেলের বিপদে পাশে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুহৃদদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তখন মেঘ বলেছিল, গুলির শব্দ ও দৌড়াদৌড়ি দেখে নন্দনপুর যাত্রী ছাউনিতে আশ্রয় নিই। তখন পুলিশের সদস্যরা আমাকে দেখতে পান। আমি ভয়ে প্রথমে দুই হাত উঁচিয়ে রাখি। এক পর্যায়ে হাত করজোড়ে ক্ষমা চাই। তবুও আমাকে খুব কাছ থেকে গুলি করা হয়। তখন আশপাশে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। কিছুক্ষণ পর একদল সাংবাদিক ভাইয়েরা আমাকে ধরাধরি করে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেন। এখন ব্যথায় কোমড় নড়াতে পারছি না। ঠিকমতো ঘুমাতে পারছি না।

এদিকে গতকাল শুক্রবার মেঘের মা কামরুন নাহার শীলা (শিলা বৃষ্টি) লেখেন, ‘আর কয়েক ঘন্টা পরেই তোমার জন্মদিন, অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস যে এক বছর আগে আজকের দিনেই তোমাকে হারাতে বসেছিলাম। পরম করুণাময়ের অশেষ কৃপায় ফিরে পেয়েছি। এখন শুধু প্রার্থনা-- তুমি সুস্থ হও, স্বাভাবিক জীবন ফিরে পাও। আর তুমি স্বনির্ভর না হওয়া পর্যন্ত আমি যেন বেঁচে থাকি।

এত ধকলের পরেও এসএসসিতে ৪.৭৮ পেয়েছ, অভিনন্দন বাবা। তোমার স্বাস্থ্যের পুনরুদ্ধারের অপেক্ষায় রইলাম।

দুধেভাতে না হোক, আমাদের সন্তানেরা যেন নিরাপদে থাকে।

জান্মদিনের শুভেচ্ছা, বেঁচে থাকো বাবা।

Thumbnail image

কোটা বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির নন্দনপুরে গত ১৮ জুলাই দুপুরে অংশ নেয় কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সারাফ সামির মেঘ। কর্মসূচিতে হাজারো শিক্ষার্থীর সঙ্গে মেঘও শ্লোগান দেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের জমায়েতে হামলা হয়। টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে মেঘের কোমড়ের ওপরে ৩২১ টা ছররা গুলি লাগে। এর মধ্যে দুইটা গুলি বের করা হয়। ওই সময়ে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়।

মেঘ কে প্রথমে কুমিল্লা জেনারেল ( সদর) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জখম বেশি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই সময়ে তাকে স্যালাইন দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। তিনদিন ট্রমা সেন্টারে চিকিৎসা নেয় ওই কিশোর। গুনতে হয় ৩৩ হাজার টাকা। পরে তাকে কুমিল্লার কোটবাড়ির খান বাড়ি এলাকার বাসায় নেওয়া হয়। এখন বাসায় রেখেই তার চিকিৎসা চলছে।

মেঘের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার ( শীলা)। আজ রোববার পড়ন্ত বিকেলে মেঘ কে দেখতে যাই, ওদের বাসায়। ডাইনিং টেবিল পেরিয়ে হাতের ডানে একটি কক্ষ। ওই কক্ষে লুঙ্গি ও গেঞ্জি পরে কাত হয়ে আছে মেঘ। ব্যথায় লুঙ্গি গিটটু দিতে পারছে না মেঘ। কোমড়ের ওপরে বড় ক্ষত। ক্ষতের চারপাশ ঘিরে শত শত ছররা গুলির চিহ্ন। এক্সরে রিপোর্টেও তা দেখা গেছে। এই কক্ষেই কাটে তার সারাদিনমান। ঠিকমতো বসতে পারে না।

জানতে চাইলে ড. কামরুন নাহার শীলা বলেন, ঘটনার দিন আমি বাসায় ছিলাম। দুপুরে মেঘ বলল, আমি পাশেই বন্ধুর বাসায় যাচ্ছি। ঘন্টা দুয়েক পর মেঘ কে ফোন দিলাম, তুমি কই? ও বলল, নন্দনপুরে আন্দোলনে। একটু পরেই আসছি। আবার কিছুক্ষণ পর ফোন দিলাম। বলল, আম্মু আমার পিপাসা পাচ্ছে, পানি খেয়ে চলে আসছি। পরে নানাজনের ফোনে জানতে পারি আমার ছেলে গুলি খেয়েছে। দ্রুত হাসপাতালে যাই। এরপরের ঘটনা তো সবার জানা।

ড. কামরুন নাহার শীলা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম। আমার বাবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িত। অতি কথনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে কটাক্ষ করা হয়। শিক্ষার্থীদের সন্ত্রাসী বলা হয়। ওরা ছাত্র। ওরা সন্ত্রাসী হবে কেন? দুঃখ লাগে এমন আজবাজে শব্দ শুনে। আমি চাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা ঘটনার বিচার হোক। নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা খরচ দেওয়া হোক। আমি চালাতে পারছি খরচ, অন্য অনেকে হয়তো চালাতে পারছে না।,'

সারাফ সামির মেঘ বলে, দ্রুত ক্লাসে ফিরতে চাই। কিন্তু এখনও জখম শুকায়নি। রাতে ঘুমাতে পারছি না। অসহ্য যন্ত্রণা। '

একমাত্র সন্তান মেঘ কে ঘিরে ড. কামরুন নাহার শীলার পুরো পৃথিবী। তিনি তাঁর ছেলের বিপদে পাশে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুহৃদদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তখন মেঘ বলেছিল, গুলির শব্দ ও দৌড়াদৌড়ি দেখে নন্দনপুর যাত্রী ছাউনিতে আশ্রয় নিই। তখন পুলিশের সদস্যরা আমাকে দেখতে পান। আমি ভয়ে প্রথমে দুই হাত উঁচিয়ে রাখি। এক পর্যায়ে হাত করজোড়ে ক্ষমা চাই। তবুও আমাকে খুব কাছ থেকে গুলি করা হয়। তখন আশপাশে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। কিছুক্ষণ পর একদল সাংবাদিক ভাইয়েরা আমাকে ধরাধরি করে একটি অ্যাম্বুলেন্সে তুলে দেন। এখন ব্যথায় কোমড় নড়াতে পারছি না। ঠিকমতো ঘুমাতে পারছি না।

এদিকে গতকাল শুক্রবার মেঘের মা কামরুন নাহার শীলা (শিলা বৃষ্টি) লেখেন, ‘আর কয়েক ঘন্টা পরেই তোমার জন্মদিন, অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস যে এক বছর আগে আজকের দিনেই তোমাকে হারাতে বসেছিলাম। পরম করুণাময়ের অশেষ কৃপায় ফিরে পেয়েছি। এখন শুধু প্রার্থনা-- তুমি সুস্থ হও, স্বাভাবিক জীবন ফিরে পাও। আর তুমি স্বনির্ভর না হওয়া পর্যন্ত আমি যেন বেঁচে থাকি।

এত ধকলের পরেও এসএসসিতে ৪.৭৮ পেয়েছ, অভিনন্দন বাবা। তোমার স্বাস্থ্যের পুনরুদ্ধারের অপেক্ষায় রইলাম।

দুধেভাতে না হোক, আমাদের সন্তানেরা যেন নিরাপদে থাকে।

জান্মদিনের শুভেচ্ছা, বেঁচে থাকো বাবা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরুড়া উপজেলা ছাত্রদল কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

২

কুমিল্লায় পাহাড়িকা ট্রেন লাইনচ্যুত

৩

ঘুমন্ত নারীকে খুনের অভিযোগে প্রেমিক ও স্বামী গ্রেপ্তার

৪

৩২১ টি ছররা গুলি লাগা মেঘ এসএসসিতে পেয়েছে জিপিএ ৪ দশমিক ৭৮

৫

তিতাসে বেড়িবাঁধে ঝুঁকি নিয়ে যান চলাচল

সম্পর্কিত

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরুড়া উপজেলা ছাত্রদল কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরুড়া উপজেলা ছাত্রদল কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

২ ঘণ্টা আগে
কুমিল্লায় পাহাড়িকা ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় পাহাড়িকা ট্রেন লাইনচ্যুত

২ ঘণ্টা আগে
ঘুমন্ত নারীকে খুনের অভিযোগে প্রেমিক ও স্বামী গ্রেপ্তার

ঘুমন্ত নারীকে খুনের অভিযোগে প্রেমিক ও স্বামী গ্রেপ্তার

৪ ঘণ্টা আগে
তিতাসে বেড়িবাঁধে ঝুঁকি নিয়ে যান চলাচল

তিতাসে বেড়িবাঁধে ঝুঁকি নিয়ে যান চলাচল

৯ ঘণ্টা আগে