হোম > খেলা

কুমিল্লায় প্রতীকী ম্যারাথন কাল সকালে

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১৯: ০৫

ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে ম্যারাথন কাল শুক্রবার সকালে কুমিল্লায় প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সকাল ৭ টায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে ওই ম্যারাথন অনুষ্ঠিত হবে। আগ্রহীদের সকাল সাড়ে ৬ টায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছে।

ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু করে কান্দিরপাড়-রাজগঞ্জ মোড়-মোগলটুলি-সার্কিট হাউজ-ডিসি অফিস সম্মুখ দিয়ে পুলিশ লাইন মোড় হয়ে ঝাউতলা কান্দিরপাড় হয়ে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হবে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া বলেন, যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে ওই ম্যারাথন হচ্ছে।

ইয়ামালের হাতে বার্সার ১০ নম্বর জার্সি, ছোট ভাইকে দেওয়া প্রতিশ্রুতি এবং স্বপ্নপূরণের গল্প

ক্লাব বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার চেয়ে বেশি টাকা পেল চেলসি

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

সেকশন