হোম > খেলা

মেসি-সুয়ারেজদের গোলে জয় পেয়েছে মায়ামি।

আমার শহর স্পোর্টস ডেস্ক

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১৩

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে মেসি-সুয়ারেজদের গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে কানসাস সিটির বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে মেসির মায়ামি। দুই লেগ মিরিয়ে ৪-১ ব্যবধানে জয়।

ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। সুয়ারেজের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণ করেন, এরপর বল মাটিতে পড়লে হাফ-ভলিতে নেন জোরালো শট। তাতে ক্যানসাস সিটির গোলরক্ষক জন পুলস্ক্যাম্প পরাস্ত হন। এক সপ্তাহে ৩টি ম্যাচ খেলা মেসিকে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয়।

যদিও এদিন প্রথমার্ধেই মায়ামির জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। মেসির পর প্রথমার্ধেই দুটি গোল করেন তাদেও আলেন্দে ও লুইস সুয়ারেজ। নিউইয়র্কের মেমো রদ্রিগেজ ৬৩ মিনিটে একটি গোল শোধ করেন।

১-০ গোলে জয়ে প্রথম লেগে গোল পেয়েছিলেন মায়ামি অধিনায়ক। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে মায়ামি।

কুমিল্লায় প্রতীকী ম্যারাথন কাল সকালে

ইয়ামালের হাতে বার্সার ১০ নম্বর জার্সি, ছোট ভাইকে দেওয়া প্রতিশ্রুতি এবং স্বপ্নপূরণের গল্প

ক্লাব বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার চেয়ে বেশি টাকা পেল চেলসি

পিএসজিকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি

সেকশন