কানাডায় অন্টারিওর লিনজির একটি কটেজসংলগ্ন হ্রদে ক্যানোইং করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর অভিজ্ঞ ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তার ঘনিষ্ঠ বন্ধু বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।
জানা গেছে, সাইফুজ্জামান তার এক বন্ধু ও বন্ধুর ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। শান্ত হ্রদের বুক চিরে এগিয়ে চলা ক্যানো হঠাৎ করেই উল্টে যায়। এতে বন্ধুর ছেলে সাঁতরে পাড়ে উঠে আসেন, কিন্তু সাইফুজ্জামান ও তার বন্ধু আর ফিরে আসেননি। পরে উদ্ধারকারীরা তাদের দু’জনকেই উদ্ধার করে, কিন্তু তখন তারা আর জীবিত ছিলেন না। ঘটনার সময় তীরেই ছিলেন সাইফুজ্জামানের স্ত্রী ও ছোট মেয়ে।
অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে ক্যানো উল্টে যাওয়ার ঘটনায় দুই ব্যক্তি মারা গেছেন। পুলিশ জানায়, বিকেল ৩টার কিছু পরে স্টার্জন লেকে একটি বোট দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারীরা সেখানে ছুটে যান। ক্যানোটিতে তিনজন পুরুষ ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু বাকি দুজন পানিতে ভেসে থাকতে না পেরে প্রাণ হারান। নৌকায় থাকা তিনজনের কারো শরীরে তখন কোনো লাইফ-জ্যাকেট ছিল না বলে পুলিশ জানিয়েছে।