বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে তথ্য নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তাকে ভোটার করতে তথ্য নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
জুবাইদা রহমান রাজনীতিতে তেমন সক্রিয় না হলেও ভবিষ্যতে তিনি যুক্ত হবেন বলেন বিভিন্ন মহলে আলোচনা আছে। আর জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে দেশের যেকোনো স্থানের ভোটার হতে হয়। লন্ডনে থাকায় তারেক রহমান ভোটার না হতে পারলেও মা খালেদা জিয়াকে ইতোপূর্বে ইসি কর্মকর্তারা ভোটার করে নিয়েছেন।