হোম > রাজনীতি

মাইনোরিটি মেজোরিটি মানি না- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা

আবদুল্লাহ আল মারুফ

আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ২২: ২৩

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘আমি মাইনোরিটি ও মেজোরিটি এসব মানি না। মাইনোরিটি বলে অন্যকে খাটো করা হয়। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবাই মিলে আগামী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’ রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ধর্মসাগরপাড়ে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘অনেকে বলেন রাজনৈতিক কারণে এর উপর ওর উপর হামলা হয়েছে। আমি বলবো-তা সঠিক নয়। এগুলো কিছু ধান্দাবাজ মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য করে থাকেন।’


এসময় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহেশ চ্যারিটেবল ট্রাস্টের টাস্টি শ্যামল কৃষ্ণ সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন রায়, সাধারণ সম্পাদক তাপস বকসী, পূজা উদযাপন পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু, মহিলা সম্পাদক ডা. বনশ্রী সাহা ও বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ সাহা প্রমুখ।

নিবন্ধন পেতে আবেদন করা সব দলই প্রাথমিক বাছাইয়ে ‘উত্তীর্ণ’ হতে পারেনি

শাপলা প্রতীক কেউ পাচ্ছে না: বিবিসি বাংলাকে সিইসি

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে ইসির অবস্থান

কমিউনিস্টরা জনগনের কল্যাণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে - সিপিবি কেন্দ্রীয় সম্পাদক লুনা নূর

সেকশন