হোম > স্বাস্থ্য

৬-৫৯ মাসের শিশুরা আওতাভুক্ত

কাল ১০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস বড়ি খাওয়ানো হবে

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৩ মার্চ ২০২৫, ২১: ৩৩

কুমিল্লার ১৭ উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ১০ লাখ ১৮ হাজার ১৩৩ জন শিশু কে আগামীকাল শনিবার ভিটামিন এ প্লাস ক্যাপসুল (বড়ি) খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু হল ১ লাখ ১৯ হাজার ৮১৬ জন। তাদের নীল ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাসের ৮ লাখ ৯৮ হাজার ৩১৭ জন শিশু আছে। ওদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা শিশুদের টিকা খাওয়ানো হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে পৃথক দুইটি সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন চিকিৎসক আলী নূও মোহাম্মদ বশীর আহমেদ ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. ছামছুল আলম এই তথ্য জানান।

জেলা সিভিল সার্জন চিকিৎসক আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ জানান, কুমিল্লা জেলায় ৬৪ লাখ ৪০ হাজার ৫৭ জন জনসংখ্যা আছে। জেলার ১৭ উপজেলার ৪ হাজার ৮০১ টি অস্থায়ী কেন্দ্র ও ২৩ টি স্থায়ী কেন্দ্র, লাকসাম পৌরসভার ৫৫ টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম বলেন, কুমিল্লা সিটিতে টিকাদান কেন্দ্র ১১৪ টি। প্রতিটি কেন্দ্রে দুইজন করে সুপারভাইজার ও দুইজন স্বেচ্ছাসেবক থাকবেন।

কুমিল্লা সিটি করপোরেশনের চিকিৎসা কর্মকর্তা চন্দনা দেবনাথ বলেন, অপুষ্টিজণিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করা, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ও শিশু মৃত্যুও ঝুঁকি কমাতে এই বড়ি কার্যকর ভূমিকা রাখে। কোনভাবেই ভিটামিন এ প্লাস ক্যাপসুল নিয়ে গুজবে কান দেবেন না। টিকাকেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়াতে হবে। কোনভাবেই ক্যাপসুল বাড়ি নেওয়া যাবে না।

সংকট নিয়েই করোনা ওয়ার্ড চালু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে

রোগ প্রতিরোধের টনিক কাঁঠালের বিচি

সংকট-সমস্যায় জর্জরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার

বজ্রপাতে সচেতনতা

সেকশন