হোম > শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের ‘ম্যাথ ফেস্ট’ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আপডেট: ২২ মে ২০২৫, ১৭: ০৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে ‘ম্যাথ ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে র‍্যালি ও কেক কাঁটার মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৩-২৪ বর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। আরো উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, 'আমি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ম্যাথ ফেস্টের আয়োজন করেছি। বছরের একটি দিন যাতে শিক্ষক শিক্ষার্থীরা একত্রে হয়ে আনন্দ করতে পারে তাই এই আয়োজন।'

এছাড়া, ম্যাথ ফেস্টের অংশ হিসেবে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে।

অধ্যক্ষের বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগে এবার উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের মানববন্ধন, ঘৃণা সমাবেশ

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা

অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু আগামীকাল

অভ্যন্তরীণ সড়ক নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ

সেকশন