হোম > শিক্ষা

সারা দেশে চলছে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ

আমার শহর ডেস্ক

আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ১৩: ৫৬

আজ রবিবার (২০ এপ্রিল) ঢাকাসহ সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছয় দফা দাবি আদায়ে এ কর্মসূচি ঘোষণা করেছে তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের জোট ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ যে ছয় দফা দাবিতে আন্দোলন করছে, তার মধ্যে রয়েছেু ডিপ্লোমা কোর্সের মানোন্নয়ন, উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা শিক্ষার্থীদের অগ্রাধিকার নিশ্চিত, অবৈধ নিয়োগ বাতিল, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়োগ, স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় গঠন এবং উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

গতকাল শনিবার সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

অধ্যক্ষের বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগে এবার উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের মানববন্ধন, ঘৃণা সমাবেশ

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা

অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু আগামীকাল

অভ্যন্তরীণ সড়ক নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ

সেকশন