হোম > শিক্ষা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২৬ মার্চ ২০২৫, ১৪: ০১

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সূর্য উদয়ের সাথে সাথে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষাবোর্ড মসজিদের ইমাম মাঝহারুল ইসলাম শহিদদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন।

সকাল সাড়ে ৬ টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল কর্মকর্তা-কর্মচারী বোর্ড আঙ্গিনা হতে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম ও সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান-এর নেতৃত্বে র‌্যালিসহকারে কুমিল্লা কেন্দ্রীয় শহিদমিনারে উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

সকাল ৯ টায় বোর্ডের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ১০ টায় বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বোর্ড মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বোর্ডের উপ-সচিব (প্রশাসন) এ.কে.এম সাহাব উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ শামছুল ইসলাম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা, প্রফেসর মোঃ নূরুন্নবী আলম, কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। এতে আরও বক্তব্য রাখেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব রীতা চক্রবর্ত্তী, কর্মচারী সমিতির সভাপতি জনাব মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ। উক্ত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।

একাদশে ভর্তি কার্যক্রম শুরু ৩০ জুলাই, নেই জুলাই কোটা

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি।

একই দিনে হবে এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

সেকশন