হোম > শিক্ষা

শিক্ষা সচিবের সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২৪ মার্চ ২০২৫, ১৫: ০৫

শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

আজ সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় শিক্ষা সচিবের কার্যালয়ে ভাইস চ্যান্সেলর শিক্ষা সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান।

সৌজন্য সাক্ষাতে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় ও অধিকতর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে শিক্ষা সচিবের সাথে কথা বলেন। শিক্ষা সচিব ভাইস চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পরামর্শ প্রদান করেন।

একাদশে ভর্তি কার্যক্রম শুরু ৩০ জুলাই, নেই জুলাই কোটা

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি।

একই দিনে হবে এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

সেকশন