হোম > শিক্ষা

দৃঢ়তা নিয়ে পরীক্ষা দিতে হবে

অধ্যক্ষ মো. আবুল বাসার ভুঁঞা

আপডেট: ২৬ জুন ২০২৫, ১৩: ১৩

আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। ১০ আগস্ট পর্যন্ত এই পরীক্ষা চলবে। পরীক্ষা নিয়ে কোন ধরনের হা-হুতাশ করা চলবে না। দৃঢ়তা নিয়ে পরীক্ষা দিতে হবে। কোন ধরনের টেনশন করা যাবে না। যা পড়া হয়েছে, তা থেকেই প্রশ্ন দেখে উত্তর করতে হবে। একটি পরীক্ষা আশানুরূপ না হলে মন খারাপ করা যাবে না। পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এক পত্রের পরীক্ষা প্রত্যাশা মোতাবেক না হলে অন্যপত্রে ভালো করতে হবে। অভিভাবকদের বলছি, পরীক্ষার সময় সন্তানদের বকাবকি করা যাবে না। ওদের পাশে থাকতে হবে। মনে রাখতে হবে, এই পরীক্ষা উচ্চশিক্ষার পথে বড় ভূমিকা রাখবে।

আমার দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, পরীক্ষার্থীরা টেনশন করলে পরীক্ষা খারাপ হয়। এতোদিন তোমরা যা পড়েছো, তার থেকে উত্তর দাও। মনোবল রেখে পরীক্ষা দিলে কোন সমস্যা হবে না। সিলেবাসের মধ্য থেকেই প্রশ্ন আসে।

কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে। পরীক্ষা কক্ষের পরিবেশ সুন্দর রাখতে হবে। কোনভাবেই অসদুপায়ে কেউ জড়িত থাকতে পারবে না। নকলের বিরুদ্ধে কঠোর হতে হবে। পরীক্ষা নীতিমালা মোতাবেক পরীক্ষা নিতে হবে।

এ বছর আমাদের ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ২ হাজার ৬৫৯ জন পরীক্ষা দিচ্ছে। সাতটি কলেজের ( দুইটি সরকারি কলেজসহ) পরীক্ষার্থী এখানে। সবাই উচ্চমাধ্যমিকে কান্দিরপাড়ে রানীরদিঘির পাড়ে পরীক্ষা দিচ্ছে।

মো. আবুল বাসার ভুঁঞা: অধ্যক্ষ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ

অধ্যক্ষের বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগে এবার উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের মানববন্ধন, ঘৃণা সমাবেশ

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা

অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু আগামীকাল

অভ্যন্তরীণ সড়ক নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ

সেকশন