হোম > শিক্ষা

পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়

প্রশ্নপত্র সতর্কতার সঙ্গে খুলতে হবে

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৮ জুন ২০২৫, ১২: ০৫

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা হবে। কোনভাবেই পরীক্ষাকেন্দ্রে কোন ধরনের অরাজকতা বরদাশত করা হবে না। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৫ পরিচালনা সংক্রান্ত নীতিমালা মেনেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। করোনার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা চালাতে হবে। প্রশ্নপত্রের সেটকোড ঠিকমতো দেখে বিতরণ করতে হবে। প্রশ্নপত্র সতর্কতার সঙ্গে খুলতে হবে।

গতকাল মঙ্গলবার কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে এবারের এইচএসসি পরীক্ষা উপলক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (অধ্যক্ষ) নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বেলা একটা পর্যন্ত ওই সভা হয়। এতে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও ফেনী জেলার ৯৬ টি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অধ্যক্ষ অথবা তাঁর প্রতিনিধি) উপস্থিত ছিলেন।

এদিকে আজ বুধবার দ্বিতীয় দিনে কুমিল্লা ও লক্ষীপুর জেলার ৯৭ টি পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে একই সময়ে একই স্থানে একই কর্মকর্তাদের উপস্থিতিতে মতবিনিময় সভা হবে।

গতকালের সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। এতে সভাপতিত্ব করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইমাম হোসেন।

সভায় কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, পরীক্ষাকেন্দ্রে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। পরীক্ষা পরিচালনা নীতিমালা মানতে হবে। সরকার একটি সুন্দর পরীক্ষা জাতিকে উপহার দিতে চায়।

উপপরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) সালাহউদ্দিন বলেন, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের নীতিমালা মেনে পরীক্ষা নিতে হবে। এবার কুমিল্লা শিক্ষাবোর্ড এইচএসসি পরীক্ষাকেন্দ্রের ক্ষেত্রে পরিবর্তন এনেছে। সেই দিক লক্ষ্য রেখে পরীক্ষা নিতে হবে।

অধ্যক্ষের বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগে এবার উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের মানববন্ধন, ঘৃণা সমাবেশ

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা

অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু আগামীকাল

অভ্যন্তরীণ সড়ক নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ

সেকশন