হোম > শিক্ষা

৫ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ ভিক্টোরিয়া কলেজে

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ২৫ জুন ২০২৫, ১৩: ৩৪

উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে পাঁচ দিনের শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ শিক্ষক ও কর্মকর্তার পরীক্ষার দায়িত্বে নিয়োজিত থাকার কারণে আগামী ২৬ জুন, ২৯ জুন, ১ জুলাই, ৩ জুলাই এবং ৭ জুলাই ২০২৫ তারিখে কলেজের উভয় শাখার সকল শ্রেণি কার্যক্রম স্থগিত থাকবে। তবে, কলেজ অফিস ও বিভাগীয় অফিসসমূহ যথারীতি খোলা থাকবে এবং নিয়মিত প্রশাসনিক কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, আমাদের শিক্ষকদের অধিকাংশ আসন্ন উচ্চ মাধ্যমিক বোর্ড (এইচএসসি) পরীক্ষায় নিয়োজিত থাকবে। তাছাড়া ৫ দিন ক্লাস কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক ও বিভাগীয় কার্যক্রম চালু থাকবে।

অধ্যক্ষের বিরুদ্ধে 'মব' সৃষ্টির অভিযোগে এবার উচ্চমাধ্যমিক শাখায় শিক্ষকদের মানববন্ধন, ঘৃণা সমাবেশ

২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা

অনার্স প্রথমবর্ষের ক্লাস শুরু আগামীকাল

অভ্যন্তরীণ সড়ক নির্মাণে ৪০ লাখ টাকা বরাদ্দ

সেকশন