হোম > শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার গণিত বিভাগের অধ্যাপক আনোয়ার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আপডেট: ০৪ মার্চ ২০২৫, ১৫: ১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে যোগদান করেছেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। গতকাল সোমবার বিকেলে তিনি ওই পদে যোগদান করেছেন। যোগদানের পর তিনি প্রশাসনিক ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত সভা করেন। এতে বিশ্ববিদ্যালয়কে গতিশীল ও কর্মকর্তাদের নিজ নিজ দয়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের ওপর তাগিদ দেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের সই করা অফিস আদেশে বলা আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ থাকায় তাঁকে গতকাল সোমবার অপরাহ্ণ থেকে বাধ্যতামূলক ছুটি প্রদানের আদেশ জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৫ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক পদে যোগদান করেন মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক। পরে পদোন্নতি পেয়ে অধ্যাপক হন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিত অনার্স ও মাস্টার্স করেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসারে।

জানতে চাইলে গতকাল সন্ধ্যায় অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সোমবার বিকেলে দায়িত্ব নিয়েছি। এরপর কর্মকর্তাদের সঙ্গে সভা করেছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। এজন্য সবার সহযোগিতা চাই।

উল্লেখ, এর আগে ২০০৯ সালে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া, ২০১৮ সালে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের, ২০২২ সালে ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

একাদশে ভর্তি কার্যক্রম শুরু ৩০ জুলাই, নেই জুলাই কোটা

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার স্থগিতকৃত পরীক্ষাসমূহের পরিবর্তিত সময়সূচি।

একই দিনে হবে এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা

সেকশন