বন্যা ও বৈরি আবহাওয়ার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসির ১০ জুলাইয়ের ( বৃহস্পতিবার) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম আমার শহরকে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
১০ জুলাই সকাল ১০ টা থেকে বেলা একটা পর্যন্ত পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।
বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনী
জেলার নদনদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায়ও টানা বৃষ্টি হচ্ছে। উপকূলীয় জেলা নোয়াখালী, লক্ষীপুর ও চাঁদপুরের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বহু এলাকায় সড়ক পানিতে ডুবে গেছে। নদীর পানি বেড়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া অফিসও বলেছে, বৃহস্পতিবার আরও ভারি বর্ষণ হবে। উদ্ভুত পরিস্থিতিতে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম বুধবার বিকেল সাড়ে চারটায় বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেন।
এরপর বোর্ডের চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, উপপরীক্ষা নিয়ন্ত্রক ( উচ্চম্ধ্যামিক) মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় চেয়ারম্যানের কক্ষে বসে ছিলেন। রাত নয়টার দিকে খবর আসে পরীক্ষা স্থগিতের।
রাতে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, শুধু কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হল। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
এর আগে গত ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত আবশ্যিক পাঁচটি পরীক্ষা হয়েছে। বিভাগভিত্তিক পরীক্ষা শুরুর আগেই স্থগিত হল।