মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া মুড়ি উৎপাদন করায় কুমিল্লার দুই চিড়া ও মুড়ির মিলকে জরিমানা করেছে বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৬ মার্চ) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গোপিণাথপুর ও কৃষ্ণপুর এলাকার দুই প্রতি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর এলাকার মেসার্স খোরশেদ চিড়া ও মুড়ি মিল মুড়ি পণ্যের গুণগত মান সনদ গ্রহণ ছাড়া প্রস্তুত, বিক্রয়- বিতরণ করায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে গোপিণাথপুরের মেসার্স মমতা মুড়ি মিল গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনর গ্রহণ ব্যতীত প্রস্তুত, মোড়কজাত ও বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন-২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাঈ আবিফ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহম্মদ এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. আরিফ উদ্দিন প্রিয়।
বিএসটিআই কুমিল্লা অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, জনস্বার্থে সমগ্র রমজান মাসব্যাপী এধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই।