হোম > অপরাধ

কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে অস্ত্রসহ গ্রেফতার ৪

আবদুল্লাহ আল মারুফ

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫৫

কুমিল্লায় ছিনতাইকারী অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে কুমিল্লা শহরতলীর ধর্মপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার এসব তথ্য জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মাহমুদুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেরার ধর্মপুর এলাকার শিপন মিয়ার ছেলে আশিক (৩২), সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. জিসান (১৯), ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লাল হোসেনের ছেলে আসিফুর রহমান ওরপে আসিফ (২২)। এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি এন্টিকাটার, দুইটি বাটালি,একটি টর্চ লাইট ও পাঁচগ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে। ট্রেন থেকে যাত্রীরা নামার পর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এছাড়াও দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জ থেকে আরও একজন গ্রেপ্তার

‘‘রাজসাক্ষী হয়ে সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপিকে ক্ষমার বিষয়ে বিবেচনা করা হবে’

মিটফোর্ডে প্রকাশ্যে হত্যা, দুই আসামির রিমান্ড মঞ্জুর

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

সেকশন