হোম > অপরাধ

পরিচয় মিলেছে কার্টনবন্দি নারীর মরদেহের

সাক্ষাৎকার

আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ১৬: ০৬

মানিকগঞ্জের সদর উপজেলার রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া কার্টনবন্দি নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। রাজধানী ঢাকার উত্তরা এলাকায় স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে বসবাস করতেন বিউটি। তাদের সংসারে রয়েছে দুই ছেলে সন্তান।

রবিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

তিনি জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত পরিচয় নিশ্চিত করা হয়। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটির স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকা থেকে কার্টনবন্দি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জ থেকে আরও একজন গ্রেপ্তার

‘‘রাজসাক্ষী হয়ে সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপিকে ক্ষমার বিষয়ে বিবেচনা করা হবে’

মিটফোর্ডে প্রকাশ্যে হত্যা, দুই আসামির রিমান্ড মঞ্জুর

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

সেকশন