হোম > অপরাধ

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয়দের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ১৮: ৫৫

কুমিল্লার বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নে কাকৈরতলা গ্রামের চিহ্নিত মাদকদ্রব্য ব্যবসা ও সেবন নির্মূল করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। বুধবার বিকালে কাকৈরতলা গ্রামবাসীর উদ্যোগে কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে মানববন্ধন ও পরে স্কুলের সামনে থেকে পূর্বপাড়া রাস্তায় বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে গ্রামের তরুণ ও যুব সমাজের প্রতিনিধি ছাড়াও এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় গ্রামবাসী ও যুব সমাজের পক্ষে বক্তব্য দেন বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত, যুবদল নেতা মিলন হোসেন, রুহুল আমিন পন্ডিত, ছাত্রনেতা মোশারফ তালুকদার, তোফাজ্জল হোসেন তালুকদার, দিদার পন্ডিত, মাহবুব তালুকদার, শাহজালাল টিপু, মাওলানা মিজানুর রহমান, হাফেজ আহসান উল্ল্যাহ, রবিউল মিয়াজী, শফিউল বাবু, আরিফুল ইসলাম, সোহেল রানা, শাহদাত হোসেন সবুজ, ফারুক হোসেন, নাজমুল মিয়াজী, রবিউল পন্ডিত, বাপ্পি পন্ডিত, সুমন ভুইয়া প্রমুখ।

বক্তারা বলেন, এলাকার পরিবেশ ও যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে এ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা পরিবারকেও ধ্বংস করছে। প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জ থেকে আরও একজন গ্রেপ্তার

‘‘রাজসাক্ষী হয়ে সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপিকে ক্ষমার বিষয়ে বিবেচনা করা হবে’

মিটফোর্ডে প্রকাশ্যে হত্যা, দুই আসামির রিমান্ড মঞ্জুর

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

সেকশন