হোম > কুমিল্লা জেলা

কুমিল্লার কোথায় কখন ঈদের নামাজ

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ০৭ জুন ২০২৫, ০৭: ২০
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ। ছবি: সংগৃহীত

আজ পবিত্র ঈদ উল আজহা। ঈদ মোবারক। ঈদ উল আজহা উপলক্ষে কুমিল্লার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে জামাতের সময়সূচি ঘোষণা করেছে ইসলামি ফাউন্ডেশন। মুসল্লিদের সুবিধার্থে নামাজের সময় ও ঈমামের তালিকা প্রকাশ করা হয়েছে।

জেলা মডেল মসজিদে ঈদ জামায়াত সকাল ৭টায়, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, রেইসকোর্স নূর মসজিদে সকাল সাড়ে ৭টায়, দারোগা বাড়ি জামে মসজিদে সকাল ৮টায়, আলেখারচর শাহী ঈদগাহে সকাল ৮টায়, ফাজিলপুর বড় মসজিদে সকাল ৮টায়, বাগিচাগাঁও বড় মসজিদে সকাল ৮টায়, রাণীর বাজার জামে মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এদিকে ঈদ উপলক্ষে জেলাজুড়ে সার্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।

ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের রঙ-তুলিতে গণঅভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র

যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশা চালক

চৌদ্দগ্রামে অটোরিকশা চালক হত্যার রহস্য উম্মোচন

দেবীদ্বারে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

সেকশন