হোম > কুমিল্লা জেলা > আদর্শ সদর

বিনা নোটিশে গ্যাস বন্ধ, ভোগান্তিতে কুমিল্লার মানুষ

আবদুল্লাহ আল মারুফ

আপডেট: ২৭ মে ২০২৫, ১২: ১১

দিনব্যাপী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় কুমিল্লা নগরের বাসিন্দারা প্রাত্যহিক কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি তাৎক্ষণিক বিপাকে পড়েন। হোটেল রেঁস্তোরাতেও দেখা দেয় খাবার সংকট। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা নগরে এমন ঘটনা ঘটে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লা নগরের টমছম ব্রিজ এলাকার একটি গ্যাস লাইনের লিকেজ হয়। এতে সংস্কার করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। এসময় তারা গ্যাসলাইন পূর্ণভাবে বন্ধ করে দিয়ে কাজটি করে। গ্যাস লাইন বন্ধের ফলে পুরো শহরের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই শহরের রাণীরবাজার, টমছমব্রিজ, ঠাকুরপাড়া, অশোকতলা, ধর্মপুর, শাকতলা, নতুন চৌধুরী পাড়া, কান্দিরপাড়, নজরুল অ্যাভিনিউ, পুলিশ লাইন, স্টেশনরোড, বাগিচাগাঁওসহ প্রায় পুরো শহরই গ্যাস বিচ্ছিন্ন হয়ে পড়ে।

কুমিল্লা নগরের ধর্মপুর এলাকার বাসিন্দা নাহিদা আক্তার বলেন, সকাল থেকে গ্যাস ছিল না। সারাদিন একই অবস্থা ছিল। গ্যাস না থাকায় আমরা বাইরে থেকে খাবার এতে খেতে হয়েছে। কোনো নোটিশ ছাড়া গ্যাস বন্ধ করাটা একেবারেই উচিত নয়। এতে পুরো শহরের ভোগান্তি বাড়ে।

নগরের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল আলীম বলেন, গ্যাস যদি বন্ধ করতে হলে আগে নোটিশ করতে হবে। এভাবে নোটিশ ছাড়া গ্যাস লাইন বন্ধ করার অধিকার কারও নেই। সারাদিন আশপাশের সকল বাসার বাসিন্দারা ভোগান্তি পোহাতে হয়েছে। অপেক্ষার করতে করতে বিকেলে ভাত রান্না হয়েছে। দুপুরে বাইরে থেকে খাবার এনে খেয়েছি আমরা।

নাম প্রকাশ একাধিক কর্মকর্তা জানান, টমছমব্রিজ এলাকায় একটি সংস্কার কাজের জন্য গ্যাস সংযোগ লিকেজ হয়। এ সময় কোনো নোটিশ না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে সংস্কার কাজ শুরু করে। তাৎক্ষণিক দুর্ঘটনা হলেও তাৎক্ষণিক নোটিশ দিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হতো। কিন্তু এই বিষয়ে কাউকে নোটিশ না দিয়েই সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন। যে কারণে ভোগান্তি আরও চরমে ওঠে। এসময় নোটিশটি দেয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন কর্মকর্তারা।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান বলেন, বিষয়টি তাৎক্ষণিক ঘটেছে। একটি দুর্ঘটনা। তাই নোটিশ দেয়ার সুযোগ ছিল না। বিকেল থেকে লাইন ঠিক হয়েছে।

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরুড়া উপজেলা ছাত্রদল কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় পাহাড়িকা ট্রেন লাইনচ্যুত

ঘুমন্ত নারীকে খুনের অভিযোগে প্রেমিক ও স্বামী গ্রেপ্তার

৩২১ টি ছররা গুলি লাগা মেঘ এসএসসিতে পেয়েছে জিপিএ ৪ দশমিক ৭৮

সেকশন