হোম > চাকরি

শাহেদ মুহাম্মদ আলী সমকালের সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৯ মার্চ ২০২৫, ২২: ৪২
শাহেদ মুহাম্মদ আলী

জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলী সমকালের সম্পাদক পদে গতকাল বুধবার যোগ দিয়েছেন। তিনি বাংলাদেশের অন্যতম সেরা বার্তা সম্পাদক হিসেবে গণমাধ্যমকর্মীদের কাছে পরিচিত। তাঁর গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার ভবানীগঞ্জে।

শাহেদ মুহাম্মদ আলী ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন। বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ১৯৯৭ সালে তিনি ভোরের কাগজের সহসম্পাদক পদে যোগ দেন। ১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রথম আলোতে যোগ দেন। প্রথম আলোর প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক ও জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে তিনি সুনামের সঙ্গে কাজ করেছেন। পরে তিনি কালের কন্ঠের সম্পাদকও ছিলেন। পত্রিকার শিরোনামে ও নতুন ধারা তৈরিতে তাঁর অসামান্য ভূমিকা রয়েছে।

এদিকে শাহেদ মুহাম্মদ আলী সমকালের সম্পাদক হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক আমার শহর পরিবার।

কুমিল্লা টিটিসিতে তিনমাসের প্রশিক্ষণ : হংকং গিয়ে ৭৮ হাজার টাকা বেতনে চাকরি করছেন আদিবাসী মেয়েরা

সরকারি অফিস ব্যাংক বিমা আদালত খুলছে কাল

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ি- কুমিল্লায় সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সেকশন