হোম > বাণিজ্য

রাজগঞ্জ বাজারে অভিযান

বাজারে ঘুরে ফরমালিন পরীক্ষা করছে বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক

আপডেট: ০৩ মার্চ ২০২৫, ২২: ৩৩

বাজারে ঘুরে ফরমালিন পরীক্ষা করছে বিএসটিআই। পবিত্র মাহে রমজানে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য নিরাপদ ফলমূল নিশ্চিত করতে কুমিল্লার রাজগঞ্জ বাজারে ফলের মার্কেটে ফলমূলে ফরমালিন পরীক্ষা করেন তারা। এসময় ভ্রাম্যমান ল্যাবরেটরিসহ বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রবিবার (৩ মার্চ) দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানে ১৫টি ফলের দোকানের মাল্টা, আপেল, কমলা, কলা ড্রাগন ফল, পেঁপে, আঙ্গুর ইত্যাদি ফলে ফরমালিনের উপস্থিতি নির্ণয়ের জন্য জনসম্মুখে পরীক্ষা করা হয়। সেই সাথে তাদের ওজন যন্ত্র গুলোর সঠিকতা যাচাই করা হয়। পরীক্ষিত ফলমূলের কোনটিতেই ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি এবং ওজন যন্ত্রগুলিও ত্রুটিমুক্ত ছিল।

বিএসটিআই কুমিল্লা অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয়, পরীক্ষক (রসায়ন) মো. শহিদুল ইসলাম।

বিএসটিআই কুমিল্লা অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, জনস্বার্থে সমগ্র রমজান মাসব্যাপী এধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চাই।

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

১১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ও সংস্কার হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

সেকশন