হোম > বাণিজ্য

শিশুরা ফুলাচ্ছে বেলুন, স্কুল মাঠে খেলছেন শিক্ষকের হাত ধরে। ডিজিটাল ব্যানার নেই। ব্ল্যাকবোর্ডে চকে লিখেছেন ‘প্রিয় স্যারের বিদায়’। এমনই এক ব্যতিক্রমী আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবসরের বিদায় দিয়েছেন শিশু শিক্ষার্থীরা।৩৪ বছর শিক্ষকতা শেষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অবসরে যান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ পোমকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহাম্মদ সরকার। দিনটিকে স্মরণীয় করতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তার সহকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দ্বিতীয় তলায় নিজেদের ক্লাস রুম সাজাচ্ছে শিশু শিক্ষার্থীরা। কেউ বেলুন ফুলাচ্ছে, কেউ তা দেয়ালে সাঁটাচ্ছেন। কেউ চক দিয়ে ব্লাকবোর্ডে লিখছেন, ‘প্রিয় স্যারের বিদায়’। অফিস কক্ষ থেকে প্রধান শিক্ষক কবির আহাম্মদ সরকারকে হাত ধরে ক্লাস রুমে নিয়ে যাচ্ছেন কিছু শিক্ষার্থী। বাকিরা ক্লাসে দাঁড়িয়ে দিচ্ছেন হাততালি। তারপর সতেজ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় প্রিয় শিক্ষককে। সহকর্মীরা তার হাতে তুলে দেন উপহার সামগ্রী। বিদায়ী শিক্ষক কবির আহাম্মদ সরকারকের দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করে এসময় বক্তব্য রাখেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সহকারী শিক্ষক হেলাল উদ্দিন মোল্লা, সভাপতি আবুল হাসেম সরকার, শিদলাই ইউনিয়ন পরিষদ সদস্য আবুল বাশার (বাদল মেম্বার), বেড়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রুবেল মিয়া, অত্র বিদ্যালয় সহকারী শিক্ষক মাওলানা হুমায়ুন কবির সরকার, মনিরুল ইসলাম সরকার ও মো পারভেজ।
ব্যতিক্রমী আয়োজনে বিদায় নিতে পেরে আপ্লুত কবির আহাম্মদ সরকার। তিনি বলেন, শিশুরা বেলুন দিয়ে ক্লাস রুম সাঁজিয়েছে। আমাকে ফুলের মালা দিয়েছে। আমাকে নিয়ে মাঠে খেলেছে। আমার সহকর্মীরা একটি আনন্দঘন পরিবেশ উপহার দিয়েছে আমার বিদায়ে। এটি আমার সারাজীবন মনে থাকবে। সবার প্রতি দোয়া করি।
প্রসঙ্গত, কবির আহাম্মদ সরকার দক্ষিণ পোমকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক। শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। ১৯৯১ সালের জানুয়ারিতে তিনি বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। ৩৪ বছর শিক্ষকতা জীবন শেষে তিনি অবসরে যান। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।

ডিজিটাল ব্যানার নেই, ব্ল্যাকবোর্ডে চকে ‘প্রিয় স্যারের বিদায়’ লিখেছেন শিশু শিক্ষার্থীরা

আবদুল্লাহ আল মারুফ

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ১৪

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

১১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ও সংস্কার হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

সেকশন