হোম > বাংলাদেশ

রাষ্ট্রীয় সম্মাননা পাবে মাইলস্টোনে নিহত মাহরীন চৌধুরী ও মাসুকা বেগম: উপদেষ্টা পরিষদ

আমার শহর ডেস্ক

আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১৮: ৪২

বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

১৩ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

মাইলস্টোন ট্র্যাজেডি: এবার মৃত্যুর কাছে হার মানলো জারিফ

নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ চ্যালেঞ্জ হতে পারে এআই: সিইসি

বার্ন ইনস্টিটিউটে এখনো ৫ জনের অবস্থা সংকটাপন্ন

সেকশন